Image description

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কোটা পদ্ধতি ছিলো দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার। মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল।

মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা দিতে দেয়া হয়নি। তৎকালীন সরকার হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে, যাতে আহদের চিকিৎসা দেয়া না হয়।