Image description

গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুর বিরুদ্ধে সরকারি মোবাইল নম্বরে ফোন করে "স্যার" না বলে "ভাই" সম্বোধন করায় অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টা ২৪ মিনিটে স্থানীয় সাংবাদিক বিপ্লব ইসলাম নিজের জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে এসিল্যান্ডের অফিসিয়াল নম্বরে ফোন করেন। আলাপের শুরুতেই সাংবাদিক তাকে ‘ভাই’ সম্বোধন করলে এসিল্যান্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। কথা না শুনেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি আর কল রিসিভ করেননি।

বিপ্লব ইসলাম পরবর্তিতে আবারও ফোন দিলে এসিল্যান্ডকে কি বলে সম্মোধন করতে হবে, তা জেনে ফোন দেয়ার কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন রুক্ষ ও অভিমানী আচরণ জনসেবার মানসিকতার সঙ্গে সাংঘর্ষিক।

খোলাহাটি ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ‘এসিল্যান্ড অফিসে সাধারণ মানুষ গেলেই তাকে স্যার বলতে হয়, না বললে কাজ আটকে যায়। এটা তো ঠিক নয়।’

স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘আইনে কোথাও বলা নেই যে সরকারি কর্মকর্তাকে স্যার বলতেই হবে। নাগরিক হিসেবে ভদ্রভাবে তথ্য বা সেবা চাওয়ার অধিকার প্রত্যেকের আছে। ‘ভাই’ বলা কোনো অপরাধ নয়।’

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ জানান, বিষয়টি তার নজরে এসেছে। প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।