
বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক আবু মোহাম্মদ আরিফের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েঠছে, গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়। ২০২৪ সালের ২২ আগস্ট থেকে বরখাস্তের এ আদেশ কার্যকর হবে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ তদন্তের জন্য গঠিত কমিটির গত ২৬ জুন দাখিলকৃত প্রতিবেদন ২৮ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬০তম সভায় উত্থাপন করা হয়। সভায় তাকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।