Image description

বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রের খসড়া অবশেষে চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘোষণাপত্র ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণের মাধ্যমে প্রকাশ করা হবে।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রুবেল রানা স্বাক্ষর করেন।

সরকার ইতোমধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে। এই ঘোষণাপত্র সেই আলোচনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হতে পারে।


Screenshot 2025-08-03 194115