Image description

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে স্মারকলিপিটি দেওয়া হয়। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ড. মশিউর রহমান, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার নাবিল আহমেদ, ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম প্রমুখ।

স্মারকলিপি পেশ শেষে কৃষিবিদ শামীম বলেন, চারটি আসন বহাল রাখা বাগেরহাটবাসীর মৌলিক অধিকার এবং আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তে তাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছে।

 
গণতান্ত্রিক দেশে তাদের মতামত উপেক্ষা করে প্রচলিত বিধি-বিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন একতরফাভাবে প্রস্তাব করেছে।