Image description

ক্রিকেট যত আধুনিকায়ন হচ্ছে, ততই বাড়ছে বিনোদনের খোরাক। দর্শকরা এখন চার-ছক্কার ঝড় বেশি দেখতে চান। সেই ঝড়ই এবার দেখালেন আফগানিস্তানের ব্যাটার উসমান গনি। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে তাণ্ডব চালিয়ে অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১ ওভারে ৪৫ রান তুলেছেন তিনি। পুরো ম্যাচজুড়েই আগ্রাসী ছিলেন উসমান। ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস খেলার পথে ১৭টি ছয় এবং ১১টি চার হাঁকান, স্ট্রাইক রেট ছিল ৩৫৫.৮১।

 

ইসিএস টি-টেন লিগে মুখোমুখি হয়েছিল লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ড। উসমান মাঠে নেমেছিলেন লন্ডনের হয়ে। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির ওভারে চালিয়েছেন তাণ্ডব। ওভারের ৬ বলে ৫ ছক্কা ও ৩ চার হাঁকিয়েছেন উসমান, অবশ্য একটি চার হয়েছে অতিরিক্ত (ওয়াইডসহ)। উইল এর্নির ওভারটি ছিল ৯ বলের। এর মধ্যে তার দুটি নো বলে একটি করে চার-ছক্কা হাঁকান উসমান। এর্নির ওভারটি ছিল এমনÑ৬ (নো বল), ৬, ৪ (ওয়াইড), ৬, ৪ (নো বল), ৬, ০, ৬, ৪।

 

উসমানের এমন ব্যাটিং তাণ্ডবে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।