
আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো জয় করলেন বাংলাদেশের ১০ জনের একটি দল। ট্যুর গ্রুপ বিডির উদ্যোগে গঠিত এই দলটি ১৮ জুলাই ঢাকা থেকে রওনা দেয় তানজানিয়ার উদ্দেশে। চারজন তরুণ এবং ছয়জন তরুণী মিলে গঠিত এই দলটি প্রথমে কেনিয়ার নাইরোবি পৌঁছে সেখান থেকে সড়কপথে তানজানিয়ায় প্রবেশ করেন।

আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোরর চূড়ায় মো. ফয়সাল মাহমুদ
টানা ছয় দিন ট্রেকিংয়ের পর, ২৯ জুলাই রাত ১১টা ৩০ মিনিটে দলনেতা মো. রাফসানজানি (রাহি)-এর নেতৃত্বে শুরু হয় চূড়ায় ওঠার মূল অভিযান। তারা সফলভাবে সামিট করেন কিলিমাঞ্জারোর তিনটি উচ্চতম পয়েন্ট—
- গিলসমান পয়েন্ট: ৫,৬৮১ মিটার
- স্টেলা পয়েন্ট: ৫,৭৫৬ মিটার
- উহুরু পিক (চূড়ান্ত সামিট): ৫,৮৯৫ মিটার
এই দলে যারা সামিট করেছেন, তাদের নাম:
১. মো. রাফসানজানি (রাহি)
২. মো. ফয়সাল মাহমুদ
৩. মো. মামুনুর রসিদ
৪. মো. নওসাদ মুসসাব্বির
৫. মনিরা সেতু
৬. তাশমিম আলম
৭. মিশকাতুল ফাতেমা
৮. সারজানা সারওয়াত
৯. মমতাজ বেগম ববি (গিলসমান পয়েন্ট পর্যন্ত)
১০. আয়শা সুলতানা (গিলসমান পয়েন্ট পর্যন্ত)

সফলভাবে সামিট শেষে চ্যানেল 24-কে দেওয়া এক বার্তায় দলনেতা রাহী বলেন, “৩০ জুলাই আমরা ১০ জন একসাথে কিলিমাঞ্জারোর সর্বোচ্চ পয়েন্টে পৌঁছাতে সক্ষম হই। এটা শুধু আমাদের ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশ ও ট্যুর গ্রুপ বিডির জন্যও একটি বিশাল অর্জন।”
তিনি আরও বলেন, “আমাদের দলে ছিল ৬ জন নারী ট্র্যাকার, যা এ ধরনের অভিযানে বাংলাদেশের ইতিহাসে বিরল। সম্ভবত এত বড় একটি দল এর আগে বাংলাদেশ থেকে এই পর্বত জয় করতে আসেনি।”