Image description
 

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। 

 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা (আহত) নামক সংগঠনের ব্যানারে শত শত মানুষ অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ অবস্থান কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জের মানুষই ছিলেন বেশি। সবাই জুলাই আন্দোলনের আহত বা শহীদ পরিবারের সদস্য বলে তারা জানান।

কিশোরগঞ্জ সদরের মতিউর রহমান যুগান্তরকে বলেন, এর আগেও আমরা দুই-তিনবার মানববন্ধন করেছি। আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে বিদায় করা হয়েছে। তাই এবার আমরা অবস্থান কর্মসূচিতে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।

টাঙ্গাইল থেকে আসা সাইফুল বলেন, ‘আমাদের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই। আমরা সবাই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। এই সনদ আমাদের অধিকার। এই সনদকে সংবিধানে যুক্ত করে আমাদের জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিতেই হবে। ঢাকার বাইরে থেকে এখনো লোকজন আসছে। আগামীকাল (শুক্রবার) সকালের মধ্যেই শাহবাগ মোড় লোকে লোকারণ্য হয়ে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এদিকে শাহবাগ মোড়ের চারদিক থেকে রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি করায় আশপাশের এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। শাহবাগ মোড়ের জাতীয় জাদুঘর সংলগ্ন মেট্রোরেলের স্প্যানের নিচে ছোট করে মঞ্চ বানিয়ে এখানেই জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। 

মঞ্চের সামনে মেট্রো স্প্যান বরাবর নিচে লম্বা করে কয়েকশ মানুষের অবস্থান। তবে বৃষ্টির কারণে অধিকাংশরাই আশপাশের পিজি হাসপাতালসহ বারডেম, জাতীয় জাদুঘর ও মেট্রো স্টেশনের বিভিন্ন অংশে ছোট ছোট গ্রুপে বিভক্ত ছিলেন।

সরেজমিন দেখা যায়, রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি করায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগীর আত্মীয়-স্বজনরা।

বারডেম হাসপাতালে সকাল থেকেই অনেক রোগী নিত্যদিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য আসেন। কিন্তু এই কর্মসূচির কারণে তাদের সেখানে যেতে বাধার মুখে পড়তে হচ্ছে। ফলে অনেক রোগী কষ্ট স্বীকার করে হাঁটা পথে হাসপাতালে যাচ্ছেন। অবস্থান কর্মসূচির মঞ্চের পাশেই তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছে বেশকিছু পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে আছেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর যুগান্তরকে বলেন, অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত আছি। অনাকাক্সিক্ষত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।