Image description

ইসরায়েল জুড়ে গত দশ দিনে রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর পরিমাণ প্রতিদিনই বেড়ে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, একাধিক শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ফলে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি বরং তাদের অক্ষমতাই স্পষ্ট হয়ে উঠেছে।

ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানি ও অগ্নি নির্বাপক বিভাগ এইসব ঘটনাকে ‘বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ স্টেশনে ত্রুটি’ বলে দাবি করছে। তাদের ভাষ্যমতে, এইসব ত্রুটির ফলে ঘন ঘন হাই ভোল্টেজ ওঠানামা হচ্ছে, যার ফলেই বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস—বিশেষ করে এসি মেশিন, লিথিয়াম ব্যাটারি, স্থানীয় বিদ্যুৎ ট্রান্সফরমার ইত্যাদিতে বিস্ফোরণ ঘটছে।

এক বিদ্যুৎ বিশেষজ্ঞ জানিয়েছেন, এই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাগুলোর মূল কারণ হলো মিউনিসিপ্যাল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মারাত্মক গলদ। হঠাৎ হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়ায় অনেক জায়গাতেই বিস্ফোরণের ঘটনা ঘটছে, যেগুলোর পরিণতি মারাত্মক হতে পারে।

বিশেষজ্ঞ আরও জানান, বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়াররা এখন পর্যন্ত সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারেননি, তবে জটিল পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাজ করছেন।

এদিকে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে দখলীকৃত অঞ্চলের জনজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ এসব ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা—সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি কোনো সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় গুজব ও বিভ্রান্তি আরও বাড়ছে। অনেকে এ পরিস্থিতিকে ‘দখলদার শাসনের চূড়ান্ত ব্যর্থতা’ হিসেবেও অভিহিত করছেন।

সূত্র: মেহের নিউজ