Image description

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক অফিস আদেশের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করেছে।

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের প্রতি লিটার ডিজেল আগের মূল্যেই অর্থাৎ ১০২ টাকায়, কেরোসিন ১১৪ টাকায়, অকটেন ১২২ টাকায় এবং পেট্রল ১১৮ টাকায় বিক্রি হবে।