Image description

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা, ন্যায়বিচার এবং পারস্পরিক সুবিধার মূলনীতির ওপর জোর দিয়েছেন ওই দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্। 

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সোমবার নীতিনির্ধারকদের সঙ্গে এক আলোচনায় তিনি একথা বলেন। শিলংয়ের এশিয়ান কনফ্লুয়েন্স সেন্টার রিয়াজ হামিদুল্লাহর সাথে একটি রুদ্ধদ্বার গোলটেবিল বৈঠকের আয়োজন করে। 

এশিয়ান কনফ্লুয়েন্সের এক এক্স বার্তায় বলা হয়, ‘রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের যুব জনসংখ্যার রূপান্তরমূলক সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা, ন্যায়বিচার এবং পারস্পরিক সুবিধার মূলনীতির ওপর জোর দেন।’ 

আলোচনায় অবদান রাখা বিশিষ্ট নীতিনির্ধারকদের মধ্যে ছিলেন মেঘালয় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাসসহ আরও অনেকে। 

আরেক এক্স বার্তায় বলা হয়, ‘শিলংয়ের শিক্ষাবিদ এবং শিল্প অংশীজনরা ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন মাত্রা অন্বেষণ করবেন, বিশেষ করে দ্বিপাক্ষিক এবং উপ-আঞ্চলিক সহযোগিতা, সীমান্ত হাট, মানুষে মানুষে যোগাযোগ এবং পরিষেবা অর্থনীতিকে উৎসাহিত করার পথে এগিয়ে যাওয়ার ওপর।’

উল্লেখ্য, রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে কাজ শুরু করেছেন চার মাস আগে। ইতোমধ্যে তিনি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন। গত মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন তিনি।