Image description

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক।

 

মামলাটির তদন্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাকসুদুর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তদন্তের স্বার্থে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন।

 

 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল।

 

 

 

 

নারায়ণগঞ্জ সিআইডির (এসপি) সুপার নিউমারি এডিশনাল ডিআইজি মো. জাকির হোসেন জানান, ফতুল্লা থানায় দায়ের হওয়া মামলাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিআইডি পুলিশ। মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।