
মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান অভিনেতা জসীম। মৃত্যুর দুই যুগ পর ভক্তদের কাছে হৃদয়বিদারক ঘটনার মাধ্যমে আবারও ফিরে এলেন এই কিংবদন্তি। কারণ, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মেজ ছেলে এ কে রাতুল।
রাতুল জনপ্রিয় রক ব্যান্ড ওউনড’র ফ্রন্টম্যান ও গায়ক। গতকাল দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি জিমে ব্যায়াম করতে গিয়ে মারা যান তিনি।
রাতুলের বড় ভাই এ কে রাহুল নিজেও গায়ক। আর ছোট ভাই এ কে সামি ড্রামার।
নিজের সহদরকে হারিয়ে দুই ভাই বাকরুদ্ধ। বেশ কয়েকবার রাহুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানান, মানসিকভাবে খুব বাজে অবস্থায় আছেন। এ বিষয়ে যোগাযোগ না করলে খুব ভালো হয়।
অন্যদিকে, রাহুল ও সামি দুজনই আধো আধো বাক্যে ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়েছেন ভাই রাতুলকে নিয়ে।
সামি আজ সকালে রাতুলকে সমাহিত করে এসে পোস্ট দেন, ‘মাত্রই আমার বেবি ব্রাদারকে শায়িত করে এলাম।’
রাহুল ফেসবুকে রাতুলের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে একটি হাত দেখা যাচ্ছে রাতুলের বুকে। রাহুল লিখেছেন, ‘আমার ভাইটার বুকে আমার হাত।’
তিনি আজ দুপুরে আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে বাবা জসীমের কোলে ছোট রাতুল। এর ক্যাপশনে রাহুল লেখেন, ‘একসাথে থাকো’।
রাতুল একাধারে ছিলেন রক ব্যান্ড ওউনড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী। তাকে তার বাবা জসীমের কবরে সমাহিত করা হয়েছে। আজ সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল।