
সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের সন্তানদের নামে কানাডা, দুবাই ও কাতারে বিপুল সম্পদ ও ব্যবসার তথ্য মিলেছে বলে জানায় সংস্থাটি।
রোববার দুদকের এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক আক্তার হোসেন জানান, হান্নান দম্পতির নামে দেশে ৩০ কোটির বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শেখ হান্নানের ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের রেকর্ড রয়েছে।
অন্যদিকে তাহমিদা বেগমের নামে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য ছাড়াও ৩২টি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন শনাক্ত করা হয়েছে।
এরইমধ্যে আদালতের আদেশে তাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ঢাকার অভিজাত এলাকায় মালিকানাধীন একাধিক ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৩৮টি ব্যাংক হিসাবও জব্দ করেছে দুদক।