Image description

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিনই প্রায় ৯শ ট্রাক বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়ত করে। এই বন্দরটির নিরাপত্তায় সিকিউরিটি গার্ডের পাশাপাশি রয়েছে আনসার সদস্যরাও নিয়োজিত। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাই চাঁদাবাজিতে নেমেছেন।

চালক ও ব্যবসায়ীদের অভিযোগ, ভারতে আসা-যাওয়ার সময় স্থলবন্দরের ১০ গেটে দুই দেশের ট্রাক থেকে প্রকাশ্যে ২০ থেকে ৩০ টাকা করে চাঁদা নেয়া হয়। অন্যদিকে আনসার সদস্যদের দাবি, চাঁদাবাজি নয় বরং চালকরা খুশি হয়েই মাঝেমধ্যে তাদের বখশিশ দেয়।

ভারতীয় এক চালক জানান, বাংলাদেশে প্রবেশের সময় ২০ টাকা আনসাররা নিয়ে থাকে।

বেনাপোল স্থলবন্দরে দায়িত্বরত একজন আনসার সদস্য জানান, কেউ খুশি হয়ে ১০-২০ টাকা দিয়ে থাকে। তবে এখানে এটি বাধ্যতামূলক নয়।

এ বিষয়ে বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চাঁদাবাজি নয়, ১০ টাকা করে দিয়ে কোনও কোনও ট্রাক চালক সিরিয়াল এগিয়ে নেয়। তবে এই ধরণের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ে থাকে।

প্রসঙ্গত, বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার জন্য ১৬৩ জন আনসার ও ১২৯ জন সিকিউরিটি গার্ড নিয়োজিত রয়েছেন।