Image description

কুমিল্লার লাকসামে হায়াতুন্নবী (৩০) নামে এক যুবকের চোখ উপড়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম উত্তরপাড়া এলাকার  মুসলিম মিয়ার ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে একই গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গ্রামের পাশে বাগানে ফেলে রেখে যায়। শুক্রবার সকালে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় ইউনিয়ন  সচিব মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহের চোখে আঘাতের চিহ্ন। তাকে হত্যা করা হয়েছে।

নিহতের প্রতিবেশী  রমিজ উদ্দিন বলেন, নিহত হায়াতুন্নবী খুব ভালো ছেলে ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল না। গ্রামের ভেতর এমন নৃশংসতায় গ্রামের লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা সমকালকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও মামলা হয়নি।’ তবে পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলেও ওসি জানান।