
বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও এখনও হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৫ জুলাই) জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বদরুদ্দীন উমর শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে গত ২২ জুলাই ভোর ৫টায় ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে দেশের এই প্রবীণ বুদ্ধিজীবীর অবস্থা উন্নতির দিকে।
ফয়জুল হাকিম আশা করেন, আগামী কয়েক দিনের মধ্যে বদরুদ্দীন উমর সম্পূর্ণ রোগ মুক্ত হয়ে হাসপাতাল থেকে রিলিজ হবেন।