Image description

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার । ফলে সিটি করপোরেশন , উপজেলা পরিষদ , পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না । গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় । একই বৈঠকে অহেতুক গ্রেপ্তার ও পুলিশি হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ । সিদ্ধান্ত হয়েছে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ , উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ , স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার । আগামী ৬ মাসের মধ্যে এ কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে । প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এই পে কমিশন গঠন করা হয় ।

ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন , ‘ সরকারি , আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের সবশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছিল । ১০ বছর পর নতুন পে কমিশন হলো । গত সরকারের সময় মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল । এটিকে আমরা গত মাসে ৮ শতাংশে নিয়ে এসেছি । কিন্তু মূল্যস্ফীতির কারণে বেতন সমন্বয় এখনো ঠিকমতো হয়নি । সে কারণে সরকার মনে করেছে , পে স্কেল হওয়া উচিত । ’ সাধারণত পাঁচ বছর পরপর নতুন বেতনকাঠামো ঘোষণা করে আসছিল সরকার । কিন্তু গত ১০ বছরে নতুন অধ্যাদেশ এবং স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) ( সংশোধন ) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ।

পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন , ফ্যাসিবাদী সরকারের সময় ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয় । নির্বাচন ব্যবস্থা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছে । নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন দলও দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছে । এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনের যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল , সেগুলো বিলুপ্তের প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে । ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই । আসিফ মাহমুদ বলেন , ' দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বিগত সময় সরকারি দলের মার্কা নিয়ে বিশেষ সুযোগ নেওয়া বা দলীয় প্রতীককে কেন্দ্র করে হানাহানি হয়েছে । এখন আমরা প্রত্যাশা করছি , যখনই স্থানীয় সরকার নির্বাচন হোক , যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে আসতে পারবেন । ’ স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কি না , সেই প্রশ্নে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন , সংস্কারের অংশ হিসেবে আইন সংশোধন করা হয়েছে । এটা ( নির্বাচন ) জাতীয় ঐকমত্যের বিষয় । রাজনৈতিক দলের ঐকমত্য হলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে ।

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে লেজিসলেটিভ

ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ( সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ) অর্ডিন্যান্সের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ । এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন , ‘ এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করবেন , তাঁর ক্লিয়ার আইডেনটিটি থাকতে হবে । নেমপ্লেট থাকতে হবে , আইডি কার্ড থাকতে হবে এবং যিনি গ্রেপ্তার হচ্ছেন , তিনি চাওয়ামাত্র এসব দেখাতে হবে । কাউকে গ্রেপ্তারের পর থানায় এনে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে । কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেওয়া যাবে না । গ্রেপ্তার ব্যক্তির শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে এবং তিনি যদি অসুস্থতা বোধ করেন , তাহলে তাঁকে চিকিৎসা সুবিধা দিতে হবে । '

আইন উপদেষ্টা বলেন , কেন গ্রেপ্তার করা হয়েছে , কে গ্রেপ্তার করেছে , কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে , গ্রেপ্তারের পর পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে , সেসব তথ্য লিখিত থাকতে হবে । নিয়মিতভাবে প্রতিটি থানায় এবং পুলিশ সদর দপ্তরে গ্রেপ্তার ব্যক্তিদের তালিকা থাকতে হবে । ৫৪ ধারায় গ্রেপ্তার নিয়ে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন , “ পুলিশের সামনে অপরাধ করেছে , এমন হয়ে থাকলে সে ক্ষেত্রে পুলিশ সন্দেহের কারণে গ্রেপ্তার করতে পারবে অথবা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকেও গ্রেপ্তার করতে পারবে । অনলাইনে বেইল বন্ড সাবমিশন এবং ডিজিটাল সমনের ব্যবস্থা রাখা হয়েছে । আমরা মনে করি , এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় ; তাহলে এটি ইচ্ছেমতো গ্রেপ্তার , গ্রেপ্তার করে অস্বীকার করা , গুম করা বন্ধে চূড়ান্তভাবে ভূমিকা রাখবে । ' পেশাগত স্বাস্থ্য ও সেফটিবিষয়ক আইএলও কনভেনশন ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধবিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ।

আইন উপদেষ্টা জানান , মাইলস্টোনে হতাহতের ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে ১ মিনিট নীরবতা পালন করে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে । আজ শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া করা হবে । মাইলস্টোনের দুই শিক্ষক তাঁদের অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে প্রিয় সন্তানদের রক্ষার চেষ্টা করেছেন । তাঁদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে ।