
ব্রুনাইয়ের নির্মাণ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন জামাল হোসেন (৩৫) নামে ভোলার এক প্রবাসী যুবক। দীর্ঘ ১২ বছর ধরে প্রবাসে থাকা জামাল এবারের ছুটিতে দেশে ফিরে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তিনি সেই প্রবাস থেকে ফিরছেন কফিনবন্দি হয়ে।
জানা গেছে, নিহত জামালের বাড়ি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাহাঙ্গালিয়া গ্রামে। তিনি ব্রুনাইয়ের চীনারুপাই শহরের একটি নির্মাণ প্রকল্পে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন জামাল। পরে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে এক সহকর্মী পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর জানালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার জামালের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে পাথর পরিবারের সদস্যরা। মা নিরুতাজ বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলে দেশে ফেরার জন্য কত অপেক্ষা করছিল। এখন শুধু লাশ হয়ে ফিরবে!’ ছোট বোন কুলসুম বলেন, ‘ভাই বলেছিল ৩ আগস্ট দেশে আসবে। অনেক কিছু এনেছে আমাদের জন্য। এবার দেশে এসে বিয়ে করবে বলেছিল। এখন তো ভাইয়ের কফিন আসবে।’
জামালের ভগ্নিপতি সেকান্তর মিয়া জানান, মরদেহ স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত মরদেহ দেশে পাঠাতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।