বিদায়ী ২০২৪ সালের নভেম্বর–ডিসেম্বর সময়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল বাবদ ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ হিসাব অনুযায়ী কমে দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আমদানি বিল পরিশোধ করা হয়। বুধবার (৮ জানুয়ারি) রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, আজকে আকু বিল ১৬৭৩ দশমিক ৯৮ মিলিয়ন (১ দশমিক ৬৭ বিলিয়ন বা ১৬৭ কোটি) ডলার পরিশোধ করা হয়েছে।
আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৯ বিলিয়ন ডলার নেমে এসেছে। একদিন আগে ৮ জানুয়ারি বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার হয়েছে।
নভেম্বর–ডিসেম্বর মাসে আকুর আওতাধীন দেশগুলোর সঙ্গে আমদানি আগের দুই মাসের তুলনায় ১১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে বাংলাদেশের। এটি ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার স্থিতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন ব্যাংকাররা।এর আগে, সেপ্টেম্বর–অক্টোবর মাসে আকু'র ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী কমে দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে।উল্লেখ্য, আকু হলো একটি তেহরান-ভিত্তিক সংস্থা। এটি ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এ ৯টি সদস্য দেশের মধ্যে আমদানি-রপ্তানি দায় নিষ্পত্তি করে।