Image description
 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারের সব ধরনের আর্থিক তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।আজ বৃহস্পতিবার ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে আগামী ১২ জানুয়ারির মধ্যে তথ্য পাঠাতে বলা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, শমী কায়সারের নামে পরিচালিত সব ধরনের হিসাবের বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, টিপি এবং সংশ্লিষ্ট দলিলাদি বিএফআইইউতে জমা দিতে হবে। এ ছাড়া ঋণ হিসাবের মঞ্জুরিপত্র, লকার হিসাব এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত সব তথ্যের সফট কপিও জমা দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শাখায় কোনো হিসাব নেই বলে ধরে নেওয়া হবে। পরবর্তীকালে কোনো অসামঞ্জস্যতা পাওয়া গেলে এর দায়ভার সংশ্লিষ্ট শাখাকে বহন করতে হবে।উল্লেখ্য, গত ৬ নভেম্বর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শমী কায়সারকে। এখন তিনি কারাগারে বন্দি রয়েছেন।