Image description

এনসিপি পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো  পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি করপোরেশনের দুই শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

জানা গেছে, আগামী ২৫ জুলাই সিলেটে এনসিপির পদযাত্রার প্রচারণা নগরব্যাপী পোস্টার, ফ্যাস্টুন ও তোরণ লাগানো হয়েছে। রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলে। খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়।

এ ঘটনা অধিকতর তদন্তে সোমবার (২১ জুলাই) তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শীর্ষনিউজ