Image description

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়টি জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও শোক দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়, যেখানে ওই সময় বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনায় কোমলমতি শিশুদের প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রয়েছে।

এছাড়া, নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে উপস্থিত অনেক শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
শীর্ষনিউজ