Image description

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুইজন ছাড়া বাকি সবাই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  
এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন, যার মধ্যে ২৫ জন শিশু। 

ডা. মো. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জন শিশু। বাকি দুইজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা।

তিনি বলেন, “চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে।”

বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছে বলেও জানান তিনি।  ডা. সায়েদুর আরো জানান, এখন পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায়। যাদের বেশিরভাগই হতাহত হন। এ ঘটনায় এ পর্যন্ত ২৫ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।

শীর্ষনিউজ