
রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ জুলাই) রাত ৭টা ৪২ মিনিটের দিকে মিরপুর-১২ এর সিরামিক্সের গলিতে বিকল্প পরিবহনের একটি বাসে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপন করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান। তিনি জানান, রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তা নির্বাপণ করেছেন। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখিছি।