
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গত বছরের ১৬ জুলাই উত্তরাঞ্চলের গর্বিত সন্তান শহীদ আবু সাঈদের জীবনদান ছিল ফ্যাসিবাদীদের মসনদে প্রথম পেরেক। এতে পুরো দেশের মানুষ ফুঁসে ওঠে। পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়।
বুধবার বিকালে পাবনার ফরিদপুরের মুক্তমঞ্চে পাবনা-৩ নির্বাচনি এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের অবসান হয়েছে। এ দেশের মানুষ আর ভারতের তাঁবেদারি করতে চায় না । দেশ এখন মুক্তির স্বাদ গ্রহণ করছে। চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদরা রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছেন।
তিনি আরো বলেন, দেশ গঠনের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করে গেছেন, তারই স্ত্রী আপসহীন খালেদা জিয়া, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রবাসে রয়েছেন, তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন বলে দেশের আপামর জনগণ অপেক্ষা করছে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সোনালি অধ্যায় রচিত হবে।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম প্রমুখ।