Image description
 

দেশের প্রথম নিউজপোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের শেয়ারে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করেছে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি। বিনিয়োগকৃত অর্থ সুদসহ আগামী ৩০ দিনের মধ্যে এল আর গ্লোবাল পরিচালিত ৬টি ফান্ডে ফেরত বা জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ড ফেরতে ব্যর্থ হলে ৬০ কোটি টাকা জরিমানা গুনতে হবে।

 

 

 

আজ বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ কমিশন সভা অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ৬টি মিউচুয়াল ফান্ড হতে বিডিনিউজের ১০০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ১২ হাজার ৫০০ টাকা দরে ক্রয় করা হয়। এতে বিধিবহির্ভূতভাবে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়।

 

এ কারণে এল আর গ্লোবালের প্রধান নির্বাহী রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক জর্জ স্টককে ৪ কোটি টাকা, লিগ্যাল ও কমপ্লায়েন্সের প্রধান মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিএফও) রোনাল্ড মিকি গোমেজকে ১ কোটি টাকা এবং এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

 

এল আর গ্লোবালের প্রধান নির্বাহী রিয়াজ ইসলামকে ৩০ দিনের মধ্যে ৬টি ফান্ডে বিডিনিউজে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত আনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

 

যে ৬টি ফান্ডের অর্থ বিডিনিউজে বিনিয়োগকরা হয়েছিল সেগুলো হলো-ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিণ ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বিডি মিউচুয়াল ফান্ড ওয়ান, এনসিসি ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ড-১ ও এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

 

এদিকে ফান্ডগুলো হতে বিধি বহির্ভূতভাবে বিনিয়োগ করায় ফান্ডগুলোর যে ক্ষতি হয়েছে তাতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে। নিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্ট্রি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ভূমিকা, দায়-দায়িত্ব নিরূপনে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।