Image description

চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে যে নতুন প্রেরণা ও গণচেতনার জন্ম দিয়েছে, এবার সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে একত্রিত হচ্ছেন দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রথমবারের মতো তারা গড়তে চলেছেন একটি শিক্ষক-কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যার আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেন, জুলাইয়ের স্পিরিটকে সামনে রেখে এই মাসের ২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আমরা পরিকল্পনা করছি।

তিনি আরও জানান, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে গঠিত এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য, কর্মসূচি ও দৃষ্টিভঙ্গি সংবলিত একটি কনসেপ্ট নোট খুব শিগগিরই প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ, এই জুলাই মাসের মধ্যেই আমরা সংগঠনটির সূচনা করবো।

ড. বিলাল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। একইসাথে নর্থ সাউথ, ব্র্যাকসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এতে সম্পৃক্ত থাকবেন। শিগগিরই একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্ল্যাটফর্মটি বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।