
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপে সর্বশেষ মনোনীতদের তালিকায় থাকা ‘প্রশ্নফাঁস’ কাণ্ডে নাম আসা এক শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, ‘বিভাগ থেকে তালিকাটি পাঠানো হয়েছিল। এটি চূড়ান্ত তালিকা নয়। যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এখনই তাকে দোষী বলা যাচ্ছে না। তাই তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত ওই শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত থাকবে।’
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রাপ্তদের তথ্য সংবলিত তালিকা প্রকাশিত হয়। তালিকা ঘেটে জানা যায়, তালিকায় ৬৫ নাম্বারে আছেন লামিয়া আর্জুমান্দ নামে এক শিক্ষার্থী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষ থেকে ৩.৯২ সিজিপিএ নিয়ে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। তবে, চলতি বছরের গত ১১ মার্চ এই শিক্ষার্থীকে বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের মাধ্যমে উত্তরপত্রসহ প্রশ্ন পাবার অভিযোগ ওঠে, যা তদন্তাধীন রয়েছে।