Image description

ঢাকা-আরিচা মহাসড়কে ফুলবাড়িয়ায় অ্যাম্বুলেন্স ও দু’টি ঢাকাগামী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্স ও দু’টি বাসে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে গিয়ে পড়ে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। পরে ধাক্কা দেয়া বাস ও পাশে থাকা আরেকটি যাত্রীবাহী বাসেও আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া তিনটা এ খবর পাওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্সে থাকা চারজন পুড়ে দগ্ধ হয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ সংরক্ষণ করেন। এছাড়াও গাড়ির নিচের বাংকারে থাকা অনেকগুলো ছাগল পুড়ে মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।