Image description

গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র একটি পোস্ট শেয়ার করেছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত বছরের ১৫ জুলাই আন্দোলন চলাকালে ফেসবুকে দেওয়া পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’।

আন্দোলন চলাকালে ১৫ জুলাই থটস বিহাইন্ড দ্য কেইউ নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়েছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় রাত। কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা। এর সঙ্গে একটি ছবিও শেয়ার করা হয়।

মুগ্ধ পোস্টটি শেয়ার করে লেখেন, ‘আমি সত্যিই চাই, আমি যদি এখন খুলনায় থাকতাম’। গত বছর মুগ্ধের এ পোস্টটিই শেয়ার করে স্নিগ্ধ লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’।