Image description
 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেনদেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতুমেট্রোরেলেরফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া।

 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলনে জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা, ন্যায়বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি; কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?

 

তিনি বলেন, ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল। যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপি আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের ওপর অনেক কিছুই এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রবতারা। যাকে দেখে জুলাই-আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দুয়েকটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির। ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে। বিভিন্ন কন্টেন্ট ইউটিউব, বিভিন্ন গণমাধ্যমে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে তথ্য ছড়াচ্ছেন তা আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি কোনো উস্কানিতে পা দিবেন না।

 

তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেনজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানসদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদযুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানারংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকআমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামানসদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুনজাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি

 

 

 

 

আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ১০টি পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা তুলে দেওয়া হয়।