
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পাঁচটি গুরুত্বপূর্ণ পদের নাম পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি উপসচিব মো. শামছুল আরিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রস্তুাবনা জনপ্রশাসন সচিব বরাবর পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রের তথ্য, অধিদপ্তরের ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সুপারিশকৃত প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’। ‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’। এছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে; দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর ‘সহকারী শিক্ষক’ পদটিকে এখন থেকে শুধু ‘শিক্ষক’ হিসেবে ডাকা হবে; যা সারা দেশে থাকা মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় বলছে, এসব পরিবর্তন মূলত মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব দায়িত্বের পরিসর এবং গুরুত্ব বিবেচনায় নিয়েই করা হয়েছে। পদের নামগুলো সহজ ও আধুনিক করা হয়েছে, যাতে বোঝাপড়ায় দ্ব্যর্থতা না থাকে এবং প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয়।
প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, বর্তমানে দেশে ১ লাখ ১৪ হাজার ৬৩০টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৬ হাজার ৫৬৭টি। বর্তমানে বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১.২৯টি।