Image description

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে ছবিটা। পেছনে পুলিশ, সামনেই সড়ক বিভাজকের আড়ালে আশ্রয় নিয়েছেন দুজন। কারা তাঁরা? কেন লুকিয়ে আছেন? কী হয়েছিল সেদিন? ছবিটি তুলেছিলেন প্রথম আলোর আলোকচিত্রী খালেদ সরকার। এই ছবি তুলতে গিয়ে ছররা গুলিও বিঁধেছিল তাঁর শরীরে। সেদিনের অভিজ্ঞতা শুনুন তাঁর মুখে।