Image description

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রূবাইয়েদ ফেরদৌস আলভী। তিনি চুয়েটের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত ১৯ জুন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ওই পোস্টে তিনি আরো কটূক্তিমূলক মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে গত শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা ‘শাতিমের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘রাসুলের দুশমনেরা, হুঁশিয়ার, সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ প্রভৃতি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন এবং অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরবর্তীতে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২১ জুন আলভীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরপর তাকে ১ জুলাইয়ের মধ্যে আত্মপক্ষ সমর্থনের জন্য লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যা গ্রহণ ও তদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষার্থী রূবাইয়েদ ফেরদৌস আলভীর বিরুদ্ধে আগেও হলে অসদুপায় অবলম্বন, শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক সেবনের অভিযোগ ছিল।