Image description
 

রাজশাহীতে যুবলীগ নেতা ভাগ্নের বিচার চেয়েছেন ঠিকাদার মামা। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ওয়াসিমুল হক নামের এক ঠিকাদার তার ভাগ্নে আল ফারুক আহমেদ ওরফে নতুনের বিচার দাবি করেন। নতুন জেলার পবা উপজেলার নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াসিমুল হক অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে ভাগ্নে নতুন তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে প্রায় কোটি টাকা নিয়েছেন। এখনও তিনি টাকার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, নতুনের দ্বিতীয় স্ত্রী তানিয়া খাতুনের ভাই স্থানীয় যুবদল নেতা মো. জনির কারণে তার ভাগ্নে এখন বেপরোয়া।

সংবাদ সম্মেলনে ওয়াসিমুল লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ আমলে এলাকার তৎকালীন এমপি আয়েন উদ্দিনের ছত্রচ্ছায়ায় নতুন এলাকায় নানা অপকর্ম করেছেন। তাছাড়া যখন-তখন টাকা চাওয়া, উচ্ছৃঙ্খল ও বেপরোয়া চালচলনের জন্য তারা ভাগ্নে নতুনের সঙ্গে মেশেন না। কিছুদিন ধরে নতুন তাঁর কাছে মোটা অংকের ‘চাঁদা’ চেয়ে আসছিলেন। তিনি দিতে রাজি হননি বলে গত মঙ্গলবার সন্ধ্যায় পবার ভুগরইল এলাকায় নতুন তার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করতে যান।

 

সেখানে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে লোকজন তাকে থামিয়ে দিয়ে পাঠিয়ে দেন। কিন্তু রাতে নতুন আবার বাড়িতে হামলা করতে যান ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে। ওয়াসিম দাবি করেন, এসব ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ তার কাছে আছে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় পড়ে তিনি রাজশাহীর এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু নতুনের স্ত্রী তানিয়া খাতুনও তাদের নামে উল্টো অভিযোগ দায়ের করেছেন। মামলায় পাওনা টাকা নিতে ডেকে নিয়ে নতুনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যা মিথ্যা দাবি করেন মামা।

 

তিনি বলেন, নতুন আমার কাছে কোনো টাকাই পাবে না। বরং, তার ব্যাংক ঋণের জন্য আমি তাকে প্রায় ৮০ লাখ টাকা দিয়েছি। তাকে চেম্বারে ডাকার প্রশ্নই ওঠে না। আমরাই তার ভয়ে দূরে দূরে থাকি।

ভাগ্নের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করারও অভিযোগ তুলে ধরেন মামা ওয়াসিমুল হক। তিনি বলেন, সম্প্রতি নগরের বোয়ালিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় নতুন তাকে ফাঁসিয়েছিলেন। মামলায় তাকে আসামি করা হয়। পরে ভুল বুঝতে পেরে মামলার বাদী এফিডেভিট করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করেছেন। এছাড়া বিভিন্ন স্থানে তার যেসব ঠিকাদারি কাজ চলছে, সেসব স্থানেও তাকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

ভাগ্নের কারণে নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে ওয়াসিমুল বলেন, আমাকে হুমকি দিচ্ছে যে, যেখানে পাবে সেখানেই আমার ওপর আক্রমণ করবে। আমি আমার নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলার বিচার দাবি করেন।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে ভাগ্নে আল ফারুক আহমেদ ওরফে নতুনের মোবাইল বন্ধ পাওয়া যায়।