
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানা থেকে উদ্ধার হওয়া চারটি অস্ত্রের মধ্যে দু’টি পুলিশের বলে শনাক্ত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহরাওয়ার্দ্দী সাংবাদিকদের জানান, গত ৩ জুলাই রুমা উপজেলার পাইনদু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া তিনটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেলের মধ্যে যাচাই-বাছাই এর পর দু’টি পুলিশের বলে শনাক্ত করা হয়েছে। ২০২৩ সালে রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে কেএনএফ পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায়। শনাক্ত হওয়া দু’টি অস্ত্র তার মধ্যে ছিল। বাকি অস্ত্রগুলো উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
গত ৩ জুলাই রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পলিপ্রাংসার মুয়ালপিপাড়ায় কেএনএফের একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে দু’ কেএনএফ সদস্য নিহত হয়। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেলসহ সাড়ে চার শ’ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২০০৩ সালে রুমা সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের দু’টি এসএমজি, আটটি চাইনিজ রাইফেল, আনসারের চারটি শর্টগান ছিনিয়ে নেয় কেএনএফ। এগুলোর মধ্যে দু’টি অস্ত্র উদ্ধার হলেও অন্যগুলোর এখনো সন্ধান মেলেনি।