
পটুয়াখালীর দশমিনায় রাব্বানি ইসলাম অমি খান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ। তিনি দশমিনা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা রাব্বানি ইসলাম অমি খানকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে দিন বিকালে কাউন্সিল অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, লোহার রড এবং ককটেল বোমা নিয়ে উপস্থিত হন।
পরে ৪-৫ টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত করা হয়৷ এসব দাবি করে একটি মামলা করা হয়। ওই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বানি ইসলাম অমি খানকে গ্রেফতার করা হয়েছে।