
জুলাই হত্যাকাণ্ডের আসল অপরাধীদের দায়মুক্তি দেওয়া হচ্ছে অভিযোগ করে ব্যারিস্টার তানিয়া আমীর বলেছেন, এতগুলো ছাত্র মারা গেছে, কারা মেরেছে তার সঠিক তদন্ত আমরা দেখতে চাই। ঢালাওভাবে সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে হত্যা মামলা কেন দেওয়া হচ্ছে?
সম্প্রতি এক টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুপ্রিমকোর্টের এই আইনজীবী রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামে এক তরুণকে হত্যার মামলায় জামিনে আছেন। তিনি বলেন, বিচার না করেই ধরে নেওয়া হয়েছে আওয়ামী লীগ এসব করেছে।
সাংবাদিক ও আইনজীবীদের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তানিয়া আমীর বলেন, সরকারকে শোকজ দিয়েছি- হাইকোর্ট থেকে মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হবে না। সরকার এটার জবাব দেয়নি।
তিনি আরো বলেন, এসব মামলার এজাহারে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এতে জনগণের সঙ্গে প্রহসন হচ্ছে।