
গাজীপুরের টঙ্গীতে সদ্য বহিষ্কৃত পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল পূবাইলের পদ-হারবাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার বিকালে র্যাব সদস্যরা তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করেন।
পরে পুলিশ গাজীপুরা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানায় ঝুট নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে গ্রেফতার দেখিয়ে বিকালে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিস্ফোরক আইনে গ্রেফতার দেখিয়ে সিরাজুল ইসলাম সাথীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।