
রাজধানীর খিলক্ষেত থেকে ‘নিখোঁজ হওয়া’ জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমানের খোঁজ মিলেছে। তিনি রোববার ভোরে খিলক্ষেতের নামাপাড়ায় সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।
তিনি আরও বলেন, নিখোঁজের পর পুলিশ তার সন্ধানে তৎপরতা চালায়। এরই মধ্যে রোববার সকালে তিনি একাই বাসায় ফিরেছেন। পরিবারকে না জানিয়ে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন তবে ভুল করে তিনি বাসায় মোবাইল ফোন রেখে বের হয়েছিলেন বলে জানিয়েছেন মুশফিকুর। পারিবারিকভাবে একটা ভুল বোঝাবুঝির কারণে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।
শুক্রবার দুপুরে বাসায় মোবাইল ফোন রেখে জুমার নামাজ পড়ার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হন মুশফিকুর রহমান। তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এ নিয়ে তার ভাই শনিবার খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।