
৩২ নম্বর নিয়ে যার অন্তরে এত জ্বলে, ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল রোডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি যখন ভাঙা হয় তখন ওনারা কোথায় ছিলেন! ওইটা তো ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। তখন তো কারো মুখে একটা শব্দ শোনা যায়নি!
৩২ নম্বরও কিন্ত রাজউকের জমি। শেখ মুজিব বরাদ্দ পেয়েছিলেন।
শহীদ মইনুল রোডের বাড়ি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর রাষ্ট্রীয়ভাবে বরাদ্দই শুধু নয় রেজিষ্ট্রি করে দেওয়া হয়েছিল।
