Image description

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পাবনায় ৩, কক্সবাজারে ৩, চুয়াডাঙ্গায় ৩, গোপালগঞ্জে ২, সাতক্ষীরা ও ঝিনাইদহে একজন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

পাবনা : গতকাল সাঁথিয়া উপজেলায় পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম নামক স্থানে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের আবেদ আলী (৩৮) ও সাঁথিয়ার আতাইকুলা কালীদরপাড়া গ্রামের মনসুর আলী (৪০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনা এক্সপ্রেস বাসটি পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিন বাসযাত্রী নিহত ও ১৫ জন আহত হন।

কক্সবাজার : চকরিয়ায় উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গয়ালমারা এলাকায় একটি বাস খাদে পড়ে দুজন নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচজন। একই রাতে বরইতলি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদল মান্নান (৪২)। এ সময় আহত হয় মান্নানের ছেলে শিহাম (৪)।

গয়ালমারা এলাকায় নিহতরা হলেন-নোয়াখালীর মক্তবপুরের আশরাফুল হকের ছেলে শেখ ওবায়দুল হক (১৯) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং গিলাতলী গ্রামের মোহাম্মদ ছালামের ছেলে মোহাম্মদ ফারুক (২৭)। চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, চকোরিয়ায় নিহতদের লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গা : বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা উপজেলায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া এলাকায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই রাতে থানা ভবনের সামনে পাখিভ্যান থেকে পড়ে নিহত হন আরও একজন। নিহতরা হলেন-উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩) এবং ফরিদপুর গ্রামের পলাশ (৩৫) এবং কালিদাসপুর গ্রামের হান্নান হোসেন (৪৭)। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, নওদাপাড়া এলাকায় পলাশ ও রিয়াদের মোটরসাইকেলে একটি পিকআপ ধাক্কা দিলে মৃত্যু হয় পলাশ ও রিয়াদের। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, একই রাতে আলমডাঙ্গা মাইক্রোস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় হান্নানের।

গোপালগঞ্জ : গতকাল ভোরে গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়ায় বাসের ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন-ট্রাকচালক আফরান ফকির (৩৫) ও তার সহযোগী ইয়াসিন মোল্লা (১৮)। কাশিয়ানী হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে চাপা পড়েন ইয়াসিন ও ড্রাইভার আফরান। এ সময় আরেক চালক গুরুতর আহত হন।

সাতক্ষীরা : গতকাল আশাশুনি উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের দোহাকুলা মোড়ে পিকআপের চাকায় সুলতান আলী নামে (৬৫) এক মাদুর ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। সদর থানার ওসি শামিনুল হক বলেন, এ ঘটনায় মাদুর ব্যবসায়ী নিহতের পাশাপাশি এক ভ্যানচালক আহত হয়েছেন। পিকআপটিকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ : গতকাল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় পিকআপের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। মনোয়ারা সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মন্ডলের মেয়ে। আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মনোয়ারা খাতুনকে নিয়ে আমতলা বাজারে দাঁড়িয়ে ছিল একটি ইজিবাইক। এ সময় একটি পিকআপ ইজিবাইকটিকে ধাক্কা দিলে নিহত হন মনোয়ারা। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।