
Noman Salim
দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল NTV'র যাত্রা ২০০৩ সালে। পরের বছর একই ভবন থেকে প্রকাশিত হয় দৈনিক আমার দেশ। কিছুদিন পর ওই ভবন থেকে RTV'র যাত্রা শুরু। প্রতিষ্ঠান তিনটির উদ্যোক্তা ও কর্ণধার আলহাজ্ব মোসাদ্দেক আলী। বাজারে আসার ৬ মাস আগে প্রস্তুতিকালে একজন রিপোর্টার হিসেবে কিংবদন্তি সাংবাদিক জনাব আতাউস সামাদ স্যার, আমানুল্লাহ কবীর, রাশিদ উন নবী বাবু, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিকৃত সৈয়দ আবদাল আহমেদ, আহমেদ নূরে আলম, জাহেদ চৌধুরী, ফখরুল আলম কান্চন, মু্স্তাফিজ শফি, এম আবদুল্লাহ, মাসুদ কামাল ও কাজী হাফিজ ভাইসহ প্রথিতযশা রিপোর্টারদের নিয়ে গঠিত আমার দেশ'র রিপোর্টিং টিমে যুক্ত হই। অল্পদিনেই পত্রিকাটি পাঠকপ্রিয়তায় শীর্ষস্থান লাভ করে।
২০০৭ সালের ১/১১'র সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর জনাব মোসাদ্দেক আলীকেও আটক করে। অসাংবিধানিক ওই সরকারের বিরুদ্ধে তখন জনাব মাহমুদুর রহমান কলম ধরেন। তাঁর লেখনি মুক্তিকামী মানুষের মনে আশা জাগায়। আমার দেশ'র কর্মীরা ওই সময় তাঁকে পত্রিকাটির দায়িত্ব নেওয়ার অনুরোধ করলে তিনি প্রথমে রাজি হননি। কয়েকদিনের অব্যাহত চেষ্টার এক প্রর্যায়ে আমাদের নিরাশ না করে তিনি দায়িত্ব নিতে সম্মত হন।
ফ্যাসিবাদের উত্থানকালে পুরো রাষ্ট্রযন্ত্র ও গণমাধ্যম যখন শাহবাগমুখী তখন দৈনিক আমার দেশ এর বিপক্ষে গিয়ে দেশের পক্ষে অবস্থান নেয়। ওসময় পত্রিকাটির কিছু অনুসন্ধানী প্রতিবেদনের কারণে শাহবাগ আন্দোলনের বিপরীতে হেফাজতে ইসলামের নেতৃত্বে শাপলা চত্বরের আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে সরকার জনাব মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে ও আমার দেশ'র প্রকাশনা বন্ধ করে দেয়।
একদিকে কর্মহীন। অপরদিকে একটি 'রাষ্ট্রীয় মামলা'য় জনাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আমিও আসামী। প্রচণ্ড উদ্বেগ আর উৎকন্ঠায় কিছুদিন আত্মগোপনে থেকে বিদেশে পাড়ি দেই। পরিবার- পরিজনদের দেশে রেখে নির্বাসিত জীবন কতটা কষ্টের তা নির্বাসিত ব্যক্তি ছাড়া আর কারো পক্ষে বোঝা কঠিন।
২০১৪ সালে দেশে ফিরে এনটিভির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতেই তিনি খুবই আপন করে নিলেন। যুক্ত হয়ে গেলাম এনটিভি পরিবারের সঙ্গে। এখানে দশ বছর গৌরবময় সময় পার করে আবারও ফিরে গেলাম দৈনিক আমার দেশ'এ।
NTV'র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ আমার দেশ'র মজলুম সম্পাদক মাহমুদ ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোসাদ্দেক আলীকে ফুলেল শুভেচছা জানাতে।
শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা রইলো সহকর্মীদের প্রতিও।