
এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষ। ফল তৈরির কাজও অন্তিম পর্যায়ে। তবে এখনো নির্ধারিত কোন তারিখ ঘোষণা হয়নি। আন্তঃশিক্ষাবোর্ড কর্মকর্তারা জানান, আগামী ১৩-১৬ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জনকণ্ঠকে বলেন, ফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেই তারিখে ফল প্রকাশ করা হবে। সম্ভাব্য তারিখগুলো কী হতে পারে এমন প্রশ্নে ঢাকা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এটি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু সবশেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে নিয়ম (৬০ কর্মদিবস) অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার কথা। কিন্তু একদিন বেশি লাগার ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রতিবছর প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসএসসি বা এইচএসসির ফল প্রকাশ করা হয়। কিন্তু গতবছর ছিল ব্যতিক্রম। ওইবার কোন ধরনের আয়োজন ছাড়াই ফল প্রকাশ করে বোর্ড। এবার কোন পদ্ধতিতে ফল প্রকাশ হবে এমন প্রশ্নে কামাল উদ্দিন হায়দার বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ও কোন ধরনের স্পষ্ট নির্দেশনা দেয়নি। সেকারণে গতবারের মতই ফল প্রকাশ হবে কী না তা এখনই বলা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।