
নিজেদের দায়িত্বের সময় কমে গেছে এবং তা ফেব্রুয়ারি পর্যন্ত আছে বলে জানালেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার রাজধানীর পল্টনে আয়োজিত এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের নেতিবাচক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ইতিবাচক প্রতিবেদন করলে একটু সুবিধা হয়; নেতিবাচক প্রতিবেদন করলে একটু ঝামেলা হয়। যেমন এনবিআর–বিষয়ক প্রতিবেদনে (নেতিবাচক) আমাদের অনেক ঝামেলা হয়েছে।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফের ও বিশ্বব্যাংকের সভার আগে তাকে (এনবিআরের বিষয়টি ব্যাখ্যা করে) চিঠি লিখতে হয়েছে। প্রথমে সচিব (অর্থসচিব) চিঠি লিখেছিলেন, কিন্তু বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জানান, সচিবের চিঠি তিনি আমলে নেবেন না। চূড়ান্ত নীতিনির্ধারক হিসেবে অর্থ উপদেষ্টাকেই চিঠি লিখতে হবে। এ নিয়ে তখন ঝামেলা তৈরি হয়েছিল।
তিনি বলেন, ‘যাহোক, ঝামেলা মিটেছে, এখন তো সব টাকা আসছে। এ টাকা আমরা মোটামুটিভাবে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করছি, যতটুক পারি অর্থের সৎ ব্যবহার করতে। অনেকে বলেন বাজেটের আকার ছোট। কিন্তু আগের বাজেটগুলোয় বরাদ্দ ফুলিয়ে দেখানো হতো।’
অর্থনৈতিক সংস্কার অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা স্বল্প সময়ের জন্য আছি। এই সময় আরও কমে গেছে, ফেব্রুয়ারি পর্যন্ত। যেভাবেই হোক ডিসেম্বরের মধ্যে মৌলিক কিছু সংস্কার আমরা করবই। ইতোমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে; যদিও ব্যাংকখাতের সংস্কারে কিছু সময় লাগতে পারে। আশা করছি, পরবর্তী সরকার এসব ভালো কাজ অব্যাহত রাখবে। আর যদি তারা ভালো কাজ অনুসরণ না করে, বেআইনি কিছু করে, তাহলে মানুষই তাদের টেনে নামাবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মাঝেমধ্যে আমি দেখি যে অনেকে বলেন, সরকারের কার্যক্রমে ইতিবাচক কিছুই দেখছি না। তাদের বেশির ভাগই আমার ছাত্র। দেশে এত কিছু হচ্ছে, কিন্তু তারা চিহ্নই দেখতে পাচ্ছেন না। বিশেষ কিছু মানুষকে সুবিধা দেওয়া হলে তারা ঠিকই চিহ্ন দেখতে পেতেন। এগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হয়।’
অর্থনীতিবিষয়ক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫-এর জন্য সর্বমোট ৮২টি প্রতিবেদন জমা পড়ে। এর মধ্যে ১০টি শ্রেণিতে মোট ২১টি প্রতিবেদনের জন্য প্রতিবেদকদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়।