Image description

ববসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ নানা অ।ভিযোগ রয়েছে। এসব অভিযোগে গত মে মাসে তাকে কলব করেছিল দুর্নীতি দমন কমিশন।  এবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে তলব করেছে দুদক। এ বিষয়ে বক্তব্য শুনতে বুধবার (২ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে তাকে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও তার স্ত্রী তার স্ত্রী শাহিন সিদ্দিককেও একই দিন তলব করেছে দুদক।

সোমবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এক ক্ষুদে বার্তায় তাদের তলবের কথা জানান। 

এ বিষয়ে আকতারুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বসুন্ধরা মালিক আহমেদ আকবর সোবহানসহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য শোনা ও গ্রহণ করার জন্য তাদের তিনজনকে তলব করা হয়েছে।

দুদক সূত্র জানায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে নুরিন সিদ্দিকের ২৪ বিঘা জমিসহ পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। 

তিনি আরও জানান, ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যদের গত মে মাসেও তলব করেছিল দুদক। ওই তলব নোটিশে বলা হয়, আহমেদ আকবর সোবহান তার পরিবারবর্গ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ‘সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল,ঋণের অর্থ আত্মসাৎ,অর্থ স্থানান্তর ও হস্তান্তরসহ মানি লন্ডারিং’এর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য গ্রহণ করা হবে।

শীর্ষনিউজ