
আওয়ামী লীগ গোপনে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই অভ্যুত্থান’-এ নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন,‘এখনও পরাজিত ফ্যাসিস্ট চক্র ষড়যন্ত্রে লিপ্ত। তারা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। এসব বন্ধ করে অভ্যুত্থানের চেতনা সামনে এগিয়ে নিতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী দাবি করেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার আনতে হবে, যাতে দেশে ক্ষমতার ভারসাম্য ও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। মব সন্ত্রাস, উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের অর্জনকে ক্ষুণ্ন করছে।’