
ইনকিলাব মঞ্চ সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষিত দিবসগুলো নিয়ে তীব্র সমালোচনা করেছে। ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' বাতিলের দাবি জানিয়ে সংগঠনটি হুঁশিয়ারি দেয়, এই দিবস বাতিল না করে পালিত হলে, সেদিন সারাদেশে 'জুলাই বেহাত দিবস' পালন করা হবে।
পাশাপাশি জুলাই সনদ আদায়ের দাবিতে আগামী ১ জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত 'লাল মার্চ' করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এসব ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শরীফ ওসমান বিন হাদী বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণা করতে চায়। আমরা তা হতে দেব না। আমাদের জাতীয় মুক্তি দিবস ৫ আগস্ট। ৮ আগস্ট যদি সরকার এমন কিছু করতে চায়, আমরা সেদিন 'বিপ্লব-বেহাত দিবস' পালন করব।
তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণা করা হলে তা জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে। এসময় তিনি ৫ আগস্টকে 'জাতীয় মুক্তি দিবস' বা 'দ্বিতীয় স্বাধীনতা দিবস' হিসেবে ঘোষণার দাবি জানান।
ইনকিলাব মঞ্চের আরেকটি দাবি হলো, ১৬ জুলাইকে শুধু 'আবু সাঈদ দিবস' না করে 'শহীদ দিবস' বা 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করা । হাদী বলেন, "১৬ জুলাই শুধু আবু সাঈদ নন, আরও পাঁচজন শহীদ হয়েছিলেন। তাই দিনটিকে সকল শহীদের স্মরণে 'শহীদ দিবস' ঘোষণা করা উচিত।"
সংগঠনটি আগামী ১ জুলাই বিকেল চারটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত 'লাল মার্চ' করার ঘোষণা দিয়েছে।
‘লাল মার্চ’ কর্মসূচির কথা উল্লেখ করে শরীফ ওসমান বলেন, সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার ও ছাত্রজনতা আসবেন, জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নিবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। আমরাও তাদের সাথে থাকবো।