Image description

সরকারি নির্দেশনা অমান্য করে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী ও দুই বোন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্ম উপদেষ্টার ছোট বোনের স্বামী আহমদ আলী। আজ শনিবার (১৪ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে আহমদ আলী জানান, তার স্ত্রী হজ করেছেন সম্পূর্ণ নিজস্ব খরচে। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার স্ত্রী মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ছোট বোন। তিনি সম্পূর্ণ নিজ খরচে হজে গিয়েছেন। যেহেতু আমি যেতে পারিনি, তাই মাহরাম হিসেবে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যাওয়ার অনুরোধ করি। তার অপর বোনও একইভাবে নিজ খরচে হজে গিয়েছেন। আরেক বোনের যাওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক কারণে যেতে পারেননি।’

তিনি আরও জানান, ‘আমার স্ত্রীর বড় ভাই ড. সাদিক হোসেন সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত। সেখানে তাদের আরও অনেক আত্মীয়-স্বজন রয়েছেন, যারা সার্বক্ষণিক সেবায় ও দেখাশোনায় নিয়োজিত আছেন।’

আহমদ আলী আরও বলেন, ‘যদিও আমার স্ত্রী ও শ্যালিকা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে গিয়েছেন, তবে তারা তার সঙ্গে একসঙ্গে ফিরছেন না। ইনশাআল্লাহ, তারা উপদেষ্টার ফেরার ১০–১২ দিন পর দেশে ফিরবেন। যদি তারা শুধু সফরসঙ্গীই হতেন, তাহলে নিশ্চয়ই উপদেষ্টার সঙ্গেই ফিরতেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কালের কণ্ঠ পত্রিকা যেভাবে ফটোকার্ড প্রকাশ করেছে, তা দেখে যে কেউ মনে করতে পারে—আমার স্ত্রী, ভাবি ও আপা সবাই বুঝি সরকারি খরচে হজে গেছেন। অথচ সংবাদে স্পষ্ট বলা হয়েছে, তারা নিজস্ব খরচে গেছেন। পত্রিকাটির এমন উপস্থাপন উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়।’

তিনি বলেন, ‘উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কিছুদিন থাকার সুবাদে হয়তো তাদের বাড়তি কিছু সুবিধা হয়েছে, কিন্তু সেইসঙ্গে তাদের ব্যয়ও বেড়েছে। যেমন—মক্কা থেকে মদীনা, মক্কা থেকে রিয়াদ যাত্রা—সাধারণভাবে গাড়িতে অল্প খরচে যাওয়া যেতো, কিন্তু উপদেষ্টার সফরসঙ্গী হওয়ায় তাদেরও বুলেট ট্রেন ও বিমানে উচ্চমূল্যে ভ্রমণ করতে হচ্ছে। এসব বাড়তি খরচ তারাই বহন করছেন।’